Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে রাত্রির যাত্রী

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ এএম

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শুক্রবার মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘রাত্রির যাত্রী’। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশের জেলা শহরগুলোতে সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণা চলছে। ‘রাত্রির যাত্রী’ চলমান গৎবাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের ভিন্ন স্বাদের বিনোদন দেবে বলে পরিচালক মনে করেন। চিত্রনায়িকা মৌসুমী ও আনিসুর রহমান মিলন জুটিকে এ সিনেমাতে নতুন রূপে দেখা যাবে। সিনেমার গল্পে প্রেম আছে, সে প্রেমে ভাঙনের গল্পও আছে। এর মূল কাহিনী অসম প্রেম ও বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ত এবং বৈচিত্রময় অভিজ্ঞতা নিয়ে। এখানে গল্পে মূল চরিত্র মৌসুমীকে দেখা যাবে ফাতেমা পারভিন ময়না-এর নাম ভুমিকায়। একটি মেয়ের জার্নির নানা বৈচিত্র্যপূর্ণ গল্প ফুটে উঠবে সিনেমাটিতে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি.। এতে আরো অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, সম্রাট, মারজুক রাসেল, সোনিয়া হোসাইন, শিমুল খান, অরুণা বিশ্বাস, রেবেকা পারভীন, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, জিয়া তালুকদার, আনান জামান, তানিয়া ইসলাম রিতু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা দিবসকে কেন্দ্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ