Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, রোগীদের অন্যত্র স্থানন্তর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর শাহাদাত হোসেন বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়নি।
এদিকে, অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মতো চিকিৎসক ও নার্সদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন লাগা ভবন থেকে রোগীদের সরিয়ে অন্য ভবনে নেওয়াসহ ঢাকা মেডিক্যাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। অগ্নিকান্ডের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিলে পুরো হাসপাতাল অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক বলেন, রোগীদের মধ্যে যারা মুমূর্ষু তাদের অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। যাদের অবস্থা তুলনামূলক ভালো তাদের আপাতত হাসপাতাল সংলগ্ন খোলা মাঠে রাখা হয়েছে। তবে কোন হতাহতের কোনো খবর নেই বলে চিকিৎসকরা জানান।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তার উপস্থিতিতে রোগীদের স্থানন্তর ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে। চিকিৎসাধীন রোগীরা সবাই নিরাপদে আছেন। বর্তমানে দুশ্চিন্তর কোনো কারণ নেই। রোগীদের মধ্যে যারা একটু বেশি অসুস্থ তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্থর করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন খরব পাওয়া যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ