Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় পুলিশের সাথে ডাকাত দলের গুলি বিনিময়

পাবনা থেকে স্টাফ রিপোর্টারও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৩ পিএম

পাবনায় পুলিশের সাথে ডাকাত দলে গুলি বিনিময়। গোলাগুলির সময় বাবুল আক্তার জয় নামে কথিত আন্তজেলা ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। তাকে আটক করে পুলিশ প্রহরায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ আক্তার ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর তালতলা এলাকার মৃত- রহমত আলীর পুত্র। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী ও থানা পুলিশ উপ-পরিদর্শক ইব্রাহিম খান সাংবাদিকদের জানান, একটি সংঘবদ্ধ দল ঈশ্বরদীর বিভিন্ন বাসা-বাড়িতে চিহ্ন দিয়ে সুযোগ মত অন্য স্থানের ডাকাত দলের সহায়তায় চুরি-ডাকাতি করে আসছিল। বুধবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মুলাডুলি মোকারমপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পুলিশ ঐ স্থানে পৌঁছায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায় । পুলিশ ১৪ রাউন্ড গুলি করার পর ডাকাত দল পিছু হটে যেতে বাধ্য হয়। এ সময় দুই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ বাবুল আক্তার জয়কে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। গোলাগুলির সময় অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক (ঈশ্বরদী সার্কেল), উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন, শরিফুল ইসলাম, কনস্টেবল মাসুদ রানা, সামিউল আলম, মোসাব্বির হোসেন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চাইনিজ কুড়াল,২টি রাম দা উদ্ধার করেছে। পুলিশের ধারণা আগ্নেয়াস্ত্রধারী ডাকাতরা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ