Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা প্রচারণায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৫৯ পিএম

স্কুলের শিশুরা সচেতন হয়ে নিয়মিত হাইজিন মেনে টিফিনের খাবার গ্রহণ করলে অপুষ্টি ও অপুষ্টিজনিত রোগ থেকে দূরে থাকবে। তাদের এ অনুশীলনের ফলে পুষ্টি ও হাইজিন সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে পড়বে তাদের পরিবারগুলোতেও। বৃহষ্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আগারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্ট্যান্ড এগেইনস্ট ম্যালনিউট্রিশন আয়োজিত ক্যাম্পেইনে বক্তারা এসব বলেন।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর টিফিনের খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণসহ নানা দিক উপস্থাপন করেন আয়োজনকারীরা। স্কুলের শিক্ষক ও অভিভাবক আয়োজক সহ শতাধিক অংশগ্রহণকারী ছিলেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য, পুষ্টি চাহিদা, দেহের ওজনসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং এ বিষয়ক পুষ্টি সহায়িকা ও পুষ্টি উন্নতি চক্র সম্পর্কিত পোস্টার প্রদর্শন করা হয়। এতে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে স্কুলের শিশুরা তাদের টিফিনে যে খাবার খায় তা পুষ্টিসমৃদ্ধ কি-না, সে সম্পর্কে তারা যদি সচেতন হয় তাহলে তাদের কাছ থেকে তাদের পরিবারের অন্য সদস্য এবং বন্ধুরাও তা জানতে পারবে।

অনুষ্ঠানের স্কুলের শিক্ষক নাজিয়া পারভিন বলেন, স্কুলের শিশুদের নিয়মিত হাইজিন মেনে এ ধরনের সচেতনতা অপুষ্টি দূরীকরণ ও অপুষ্টিজনিত রোগসমূহ প্রতিরোধে শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে উল্লেখ করেন।

স্ট্যান্ড এগেইনস্ট ম্যালনিউট্রিশন ক্যাম্পেইনের দলনেতা মেহেদী হাসান বাপ্পী বলেন, সুস্থ ও স্বাস্থ্যবান আগামী প্রজন্ম গড়ে তুলতে হলে শিশুদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করতে হবে। শৈশব ও কৈশোরের সঠিক শারীরিক পুষ্টি ও বিকাশই করতে পারে তার ভবিষ্যৎ জীবনের ভিত রচনা। তাই পুষ্টি বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই ক্যা¤েপইন।

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও কলেজ অব হোম ইকোনমিক্স-এর খাদ্য ও পুষ্টি নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পুষ্টি বিষয়ক জ্ঞান সবার জন্য সহজলভ্য করতে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়িত ‘একটিভ সিটিজেনস’ প্রকল্পের অধীনে যুব স্বেচ্ছাসেবীদের পরিচালনায় ‘স্ট্যান্ড এগেইনস্ট ম্যালনিউট্রিশন’ নামক সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এ ক্যাম্পেইন কার্যক্রমটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ