মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেইজিংয়ে শুরু হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চ পর্যায়ের বাণিজ্য বৈঠক। বাণিজ্য যুদ্ধ নিরসনের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ হে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার এবং মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিনের সঙ্গে সাক্ষাত করেছেন। খবর শিনহয়া।
এদিকে যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে রেখেছে যে যদি যুক্তরাষ্ট্রের দাবি চীন না মেনে নেয় তাহলে ১লা মার্চ থেকে তাদের ওপর ২০০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর যে ১০ শতাংশের কর রয়েছে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলেছেন যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে সময়সীমা আরো বাড়ানো হবে।
বুধবার থেকে শুরু হওয়া এই বৈঠক শেষ হবে আগামী শুক্রবার। এদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলেন। সূত্র: সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।