নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে (এনএসসি) সতীর্থ নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ভারোত্তোলক ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলীকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার দু’দিন আগে তাকে গ্রেফতার করেছে। সোহাগ আলীর গ্রেফতারের তথ্যটি গতকাল নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক।
অভিযোগ ছিল গত ১৩ সেপ্টেম্বর এনএসসি ভবনে সতীর্থ একজন তরুণী ভারোত্তোলককে ধর্ষণ করেন সোহাগ আলী। ঘটনাটি ক’মাস আগের হলেও ওই তরুণী ভারোত্তোলকের পরিবার প্রায় দু’মাস পর ভারোত্তোলন ফেডারেশনে লিখিত অভিযোগ করে। তখনই ঘটনাটি জানাজানি হয়। গত ২৯ নভেম্বর ধর্ষিতা ভারোত্তোলকের মা ধর্ষণের অভিযোগ এনে পল্টন থানায় মামলা করেছিলেন।
মামলাটি আইন ও শালিস কেন্দ্রের মাধ্যমে হয়। ফলে দেরীতে হলেও ওই মামলায় পুলিশ গ্রেফতার করে সোহাগ আলীকে। অবশ্য এর আগেই এনএসসি ও ভারোত্তোলন ফেডারেশন দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করে। যার রিপোর্ট এখনো প্রকাশ হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।