Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি দায়িত্বপ্রাপ্ত মেয়র

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র বইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যেতে হলে কম্পিউটারসহ কারিগরী জ্ঞান অর্জন করতে হবে। এখনই সময় নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা। জীবনের লক্ষ্য নির্ধারণ করে নির্দিষ্ট লক্ষ্যে পৌছতে কঠোর পরিশ্রম করতে হবে। সুদৃঢ় সংকল্প থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া অনুশীলন ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করতে হবে। আমাদের সাংস্কৃতির ঐতিহ্য দীর্ঘ দিনের। চেতনায় আমরা বাঙালি। আমাদের সাংস্কৃতি সুশিক্ষা প্রদান করে। ফেইসবুক, ইন্টারনেট টিভি চ্যানেলের মাধ্যমে অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এর ভাল দিককে গ্রহণ ও খারাপ দিককে বর্জন করতে হবে। রাজশাহীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষে আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে দশ কোটি টাকা বিভিন্ন স্থানে সাইকেল লেন গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে আরও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি দায়িত্বপ্রাপ্ত মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ