Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে মাদক,বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে কর্মশালা

নেছারাবাদ(পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৩০ পিএম

মাদক,বাল্য বিবাহ,যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের নেছারাবাদে এক অবহিতকরন কর্মশালা শুরু হয়েছে।উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দু'দিন ব্যাপী নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে ওই কর্মশালা শুরু হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মাদক,বাল্য বিয়ে,যৌতুক এবং ইভটিজিং প্রতিরোধের ব্যাপারে উপস্থিত প্রশিক্ষণার্থীরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
কর্মশালার কোর্স কোঅডিনেটর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ইব্রাহিম খলিলের স্বাগত বক্ত্যব্যের মধ্য দিয়ে ট্রেনিংয়ে বক্ত্যব্যে রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মো. মেহেদী হাসান,নেছারাবাদ থানার ওসি (তদন্ত)মো.শহিদুল ইসলাম,সাংবাদিক মো: হাবিবুল্লাহ, মো: ফয়সাল হাসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিরোধে কর্মশালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ