Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে পাট অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা ভ-ুল

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদাতা
পঞ্চগড় জেলার বোদায় পাট অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালাটি ভ-ুল হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে পাট অধিদপ্তরে আয়োজনে উপজেলার ১শ’ জন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষিদের পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু উপজেলা পাট উন্নয়ন কর্মকতা এ.কে এম সানোয়ার রহমান ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অবিনাশ চন্দ্রের যোগসাজোসে প্রকৃত পাট চাষিরা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করতে পারেনি। প্রশিক্ষণ কর্মশালায় গিয়ে দেখা যায় ১শ’ জন পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালায় ২৫০ জনের মতো বিভিন্ন এলাকার যুবকদের অংশ গ্রহণ দেখা যায়। এতে প্রকৃত পাট চাষি প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালাটি ভু-ুল হয়ে যায়। এ সময় প্রকৃত পাট চাষিদের তোপের মুখে এ দুজন পাট কর্মকর্তা ঘটনাস্থল থেকে সুকৌশলে সটকে পড়ে। উপজেলা পাট অধিদপ্তর অফিসে গিয়ে তাদের খুঁজে পাওয়া যায়নি। এসময় অফিসে তালা লাগানো ছিল। এ ব্যাপারে পাট উন্নয়ন কর্মকর্তা এ,কে এম সানোয়ার রহমান ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকতা অবিনাশ চন্দের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলে তারা মোবাইল ফোন রিসিভ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়ে পাট অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা ভ-ুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ