Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুদাসপুরের ৬ ইউনিয়ন বিদ্রোহীদের দাপটে আ.লীগ প্রার্থীরা দুশ্চিন্তায়

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

আজিজুল হক টুকু, নাটোর থেকে
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২৯ জন চেয়ারম্যান প্রার্থীর ১৬ জনই বিদ্রোহী প্রার্থী। আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে ইউপি নির্বাচনে ৬টি ইউনিয়নের ২৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও তাদের মধ্যে মনোনয়ন বঞ্চিত আ.লীগের বিদ্রোহী প্রার্থীর হিড়িক পড়ে গেছে প্রতিটি ইউনিয়নে। এনিয়ে আ.লীগের দলীয় প্রার্থীদের মাথায় দুশ্চিন্তা ভর করছে। নাজিরপুর ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলী, আ.লীগ বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুস সামাদ ছাড়াও আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী শওকত রানা লাবু ও আবাদুস সালাম মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিয়াঘাট ইউনিয়নে বিএনপি মনোনীত দলছুট প্রার্থী শাহজাহান আলী, আ.লীগের মোজ্জামেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরোয়ার হোসেন ছাড়াও আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান সুজা ও রবিউল করিম বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুবজীপুর ইউনিয়নের বিএনপির দোরপ উদ্দিন, আ.লীগের মনিরুল ইসলাম দোলন ছাড়াও আ.লীগের দিন বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম, মহাসিন আলী ও নিজাম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মশিন্দা ইউনিয়নের আ.লীগের বর্তমান চেয়ারম্যান মোস্তফিজুর রহমান, বিএনপির আবুল কালাম আজাদ, জাসদের নজরুল ইসলাম ছাড়াও আ.লীগের দিন বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী, আফজাল ফকির ও ফরিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউনিয়নের বিএনপির মনিরুজ্জামান হেনা, আ.লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন ছাড়াও আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম-ল মেহেদী হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাপিলা ইউনিয়নের আ.লীগের আলাল উদ্দিন ভুট্টু, বিএনপির জাফর ইকবাল নয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুস সালাম ছাড়াও আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর মিয়া, নজরুল ইসলাম ও মহিউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার ৬টি ইউনিয়নেই বিএনপি, আ.লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর বাইরেও দলীয় মনোনয়ন বঞ্চিত আ.লীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবশেষ ৪ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৬৪টি কেন্দ্রে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুরুদাসপুরের ৬ ইউনিয়ন বিদ্রোহীদের দাপটে আ.লীগ প্রার্থীরা দুশ্চিন্তায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ