Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় নিশ্চিত করতে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নানা তৎপরতার অভিযোগ

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নে সরকারদলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নির্বাচনের বিধি বহিভূত নানা তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে রামগঞ্জ সাংবাদিক সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নোয়াগাঁও ইউপির বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী বিল্লাল পাটোয়ারীর রিটার্নিং অফিসার হারুন অর রশিদের বিরুদ্ধে নির্বাচনের বিধি বহির্ভূত তৎপরতা চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, গত ১২ মে মনোনয়ন পত্র যাচাইয়ের পর রিটার্নিং অফিসার হারুন অর রশিদ ২নং নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বিল্লাল পাটোয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন। যার একটি কপি তাকে সরবরাহ করা হলে তিনি সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস থেকে চলে যান। তিনি যাওয়ার পর সরকার দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে রিটার্নিং অফিসার ব্যক্তি ধারা প্রবাহিত হয়ে রাতের আধারে বৈধ মনোনয়নকে বাতিল করে গত শুক্রবার সকালে পুনরায় আবুল কালাম মেম্বারকে ঐ ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাফাজ্জল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা শফিকুল ইসলাম, আবদুল মন্নান ভুইয়াসহ ইউপি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৬ষ্ঠ দফা নির্বাচনে রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নসহ ৫টি ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন উক্ত ইউনিয়নগুলোতে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পূরণ করে জমা দেন। ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সমর্থিত প্রার্থী বিল্লাল হোসেন বিএনপির মহাসচিব স্বাক্ষরিত ধানের শীষ প্রতীকের অনুমতিপত্রসহ মনোনয়নপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেন। অপরদিকে মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত তারিখের একদিন পর ১১ মে একই ইউনিয়ন থেকে কালাম মেম্বার চেয়ারম্যান পদে আরো একটি অনুমতিপত্রসহ মনোনয়নপত্রসহ নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদের নিকট জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়ের একদিন পর মনোনয়নপত্র গ্রহণে বিষয়ে জানতে চাইলে নোয়াগাঁও ইউনিয়নের ইউনিয়ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ নির্দিষ্ট সময়ের একদিন পর মনোনয়পত্র ও ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ এবং বৃহস্পতিবার প্রথমে বিল্লাল পাটওয়ারীকে এবং পরে সংশোধিত আকারে আবুল কালামকে বিএনপির প্রার্থী ঘোষণার বিষয়টি স্বীকরে বঞ্চিত প্রার্থী আপিলের সুযোগ পাবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় নিশ্চিত করতে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নানা তৎপরতার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ