Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় দেখছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

 সেন্ট লুসিয়ার ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয়ের মঞ্চ সাজিয়ে রেখেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় ম্যাচটি হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্চ হিসাবে দেখা দেয় ইংলিশদের সামনে।
পরাজয় এড়াতে প্রায় দুই দিন সময় পাচ্ছে উইন্ডিজ। কিন্তু এসময়ে পাড়ি দিতে হবে ৪৮৫ রানের দুর্গম পাহাড়। প্রথম ইনিংসে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যাওয়া দলের কাছে এমন রেকর্ড লক্ষ্য তাড়া করে জয়ের আশাটা অবশ্য একটু বেশিই হয়ে যায়। সেটা আরো কঠিন হয়ে যায় যদি প্রথম ওভারেই শুরু হয় উইকেট হারানোর পালা।

চতুর্থ দিন মাত্র ৫.২ ওভার ব্যাট করে ইংল্যান্ড। অধিনায়ক জো রুট ১২২ রান করে আউট হওয়ার পরই আসে ইনিংস ঘোষণা। প্রথম ইনিংসে ২৭৭ রানে অল আউট হওয়া সফরকারী দলটি দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় ৫ উইকেটে ৩৬১ রান তুলে। দলপতি রুট ক্যারিয়ারের ১৬তম টেস্ট শতকের ইনিংসটি সাজান ২২৫ বল ও ১০ চারে। বেস স্টোকস অপরাজিত থেকে যান ৪৮ রানে।
বিশাল লক্ষ্য তাড়ায় অ্যান্ডারসনের বলে প্রথম সাক্ষাতেই গালিতে মইন আলির কাছে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ