পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাক আটক করা হয়েছে। গতকাল দুপুরে শহরের নিয়ামতপুর পানি উন্নয়ন বোর্ড মোড় থেকে ওই পলিথিন আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই সব পলিথিন জব্দসহ ট্রাক চালকের ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের দন্ডাদেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ঢাকার বাবুবাজার থেকে প্রায় সাড়ে ৫ হাজার কেজি ওজনের ১৬১ বস্তা পলিথিন নিয়ে একটি ট্রাক দিনাজপুরে যাচ্ছিলো। ট্রাকটিতে চালক ছিল মো. শফিকুল ইসলাম (৩৫) ও হেলপার মো. মশিউর রহমান (২৮)। গতকাল দুুপুরে পলিথিন বোঝাই ট্রাকটি নীলফামারীর সৈয়দপুর শহরের উল্লিখিত এলাকায় পৌঁছে। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ট্রাকটিকে আটক করা হয়। পরে ওই ট্রাকে থাকা নিষিদ্ধ পলিথিনের অস্তিত্ব পায় আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে ট্রাকের চালকের ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেন। এছাড়া ওই সব পলিথিন জব্দের নির্দেশ দেন আদালত। বর্তমানে ট্রাকসহ পলিথিন সৈয়দপুর থানা হেফাজতে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।