বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সূত্র জানায়, কাদিয়ানি সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের অপতৎপরতা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা ঈমান আকিদা রক্ষা কমিটির আহবানে পঞ্চগড় পৌর এলাকার সব মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের শেরেবাংলা পার্কের ধারে সমবেত হন। তারা পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সমাবেশে বক্তব্য দেন ঈমান আকিদা রক্ষা কমিটির সভাপতি ড. মোহাম্মদ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ক্বারি মো: আব্দুল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম, পঞ্চগড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মো: আবু বক্কর সিদ্দিক, মাওলানা মুফতি মো: আব্দুর রহমান, কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।