বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরে অবৈধ বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পূজা মন্ডপের লোকজনের হামলায় আহত হয়েছেন উপ-সহকারী প্রকৌশলী আবদুল মুকতাদির। গত রোববার সন্ধ্যায় শহরের কদমতলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত উপ-সহকারী প্রকৌশলী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহত উপ-সহকারী প্রকৌশলী জানান, শহরের কদমতলা স্কুলের সামনে সরবরাহ লাইন চেকিং করতে গেলে স্থানীয় শরন সংঘ নামের একটি পূজা মন্ডপে অবৈধ সংযোগ দেখতে পান। এ সময় অবৈধ সংযোগ কাটতে গেলে সুমন কর্মকারের নেতৃত্বে ৭/৮ জন আমার উপর হামলা করে।
এ বিষয়ে বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইশবাল হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।