Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে উপ-সহকারী প্রকৌশলীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চাঁদপুরে অবৈধ বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পূজা মন্ডপের লোকজনের হামলায় আহত হয়েছেন উপ-সহকারী প্রকৌশলী আবদুল মুকতাদির। গত রোববার সন্ধ্যায় শহরের কদমতলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত উপ-সহকারী প্রকৌশলী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহত উপ-সহকারী প্রকৌশলী জানান, শহরের কদমতলা স্কুলের সামনে সরবরাহ লাইন চেকিং করতে গেলে স্থানীয় শরন সংঘ নামের একটি পূজা মন্ডপে অবৈধ সংযোগ দেখতে পান। এ সময় অবৈধ সংযোগ কাটতে গেলে সুমন কর্মকারের নেতৃত্বে ৭/৮ জন আমার উপর হামলা করে।

এ বিষয়ে বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইশবাল হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকৌশলীর ওপর হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ