Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আসামিরা বীরদর্পে নিরাপত্তাহীনতায় পরিবার

কিশোর আসলাম হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কিশোর আসলাম হত্যার আসামিরা এখনো অধরা। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ রয়েছে। পরিবারটির অভিযোগ, কিলিং মিশনে ৫ জন জড়িত থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারে দুজনকে আসামি করেছেন। মামলা তুলে না নিলে পরিবারের সবাইকে আসলামের পরিণতি বরণ করতে হবে এই মর্মে গতকাল সোমবার সকালে সন্ত্রাসীরা নিহতের পরিবারকে হুমকি দিয়েছে। হত্যাকারীদের ভয়ে নিহতের পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
নিহতের পরিবার অভিযোগ করে বলেন, গত ৪ মাস আগে নবকিশলয় উচ্চ বিদ্যালয়ে পড়–য়া এক শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসায়ী মেহেদী হাসান, তার সহযোগী লিমন মিয়া, হেলাল মিয়া, সুমন মিয়া ও মনির হোসেন আসলাম মিয়াকে বেধড়ক পেটায়। এর জেরে ঐদিন সন্ধ্যায় আসলাম ও তার কয়েকজন বন্ধু মিলে মেহেদী হাসানকে বেধড়ক মারধর করে। এরপর ভয়ে আসলাম এলাকা ছেড়ে চলে যায়। বিষয়টি নিয়ে আপোষ করার জন্য আসলামের পরিবার বহু চেষ্টা করে। কিন্তু মেহেদী হাসান ও তার লোকজন আপোষে রাজি না হয়ে উল্টো আসলামকে দেখে নেয়ার হুমকি দেয়। নিহতের বোন আসমা আক্তার বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে গত ১১ জানুয়ারী আসলামকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ফিরে আসার একদিন পর ১২ জানুয়ারী দুপুরে ৮ নং ওয়ার্ডের বোরহান মিয়ার চায়ের দোকানের সামনে মেহেদী হাসান ও তার সহযোগীরা আসলামের উপড় অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে বেধড়ক ছুরিকাঘাত করে। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন আসমা আক্তার বাদি হয়ে রূপগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা করতে গেলে তদন্তকারী কর্মকর্তা দুই জনকে আসামি করে মামলা নেন। এদিকে মামলা দায়েরের পর থেকে আসামিরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না। স্থানীয়রা জানান, আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও চুরি, ছিনতাই করে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হক বলেন, পুলিশ আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। অভিযুক্ত তিনজনের নাম এজাহারে অন্তর্ভূক্ত করতে তদন্তকারী কর্মকর্তার অনীহা প্রকাশের বিষয়টি বললে তিনি বলেন, আমার জানা নেই। যদি এমনটি হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর আসলাম হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ