মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কংগ্রেস সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর গতকাল লাক্ষৌয়ে প্রথম রোড শোয়ের দিনই টুইটারে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোশ্যাল মিডিয়ায় সামিল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি বিরাট সাড়াও পেয়েছেন বলেও দাবি কংগ্রেস সূত্রে। গত সপ্তাহেই প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এআইসিসি-র সাধারণ সম্পাদক হিসাবে আনুষ্ঠানিক ভাবে যথাক্রমে পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশের ভার নেন। গতকাল দু’জনেই লাক্ষৌয়ে হাজির হন রোড শোয়ে। গতকাল সকালে @প্রিয়াঙ্কাগান্ধী অ্যাকাউন্টে টুইটারে যোগ দেন সনিয়া-কন্যা। কংগ্রেসের সরকারি টুইটার হ্যান্ডলে টুইট করে বলা হয়, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এখন টুইটারে। তাঁকে @প্রিয়াঙ্কাগান্ধী অ্যাকাউন্টে ফলো করা যাবে। যদিও প্রিয়াঙ্কা নিজে কোনও টুইট করেননি, তবে ভাই তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পায়লট, অশোক গেহলত, রণদীপ সিংহ সুরজেওয়ালা, আহমেদ পটেল ও কংগ্রেসের সরকারি অ্যাকাউন্ট, প্রমুখ সাতজনকে ফলো করেন। ৪৫ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী তাকে ফলো করা শুরু করেন কয়েক ঘন্টার মধ্যেই। সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।