Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বই মেলায় অনুরূপ আইচের চার গ্রন্থ

মারুফ সরকার: | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচের চারটি বই। মেলার ৩৯৮ নম্বর স্টল ‘শুদ্ধ প্রকাশ’ এ পাওয়া যাচ্ছে বইগুলো। পাশাপাশি তার আরো দুটি বই পাওয়া যাচ্ছে ‘সব্যসাচী’ ও ‘কালো’ প্রকাশনীর স্টলে। তার লেখা বইগুলোর মধ্যে ‘প্রেমভাগ্য’ বইটি ভালো বিক্রি হচ্ছে বলে জানান শুদ্ধ প্রকাশ এর কর্ণধার হিরণ্ময় হিমাংশু। এছাড়া অনুরূপ আইচের গানের ভক্তদের মাঝে তার প্রথম কবিতার বই ‘প্রেম এত সস্তা না’ ভালো সাড়া ফেলেছে বলে জানান হিমাংশু। অনুরূপ আইচ বলেন, আমি সারা বছর ধরেই লেখালিখির মাঝে থাকি। চেষ্টা করি, পাঠক বা দর্শকের কাছে ভালো কিছু উপহার দিতে। তাই গান বা নাটকের কাজের পাশাপাশি বইমেলা নিয়ে আলাদা একটা টান অনুভব করি। বই মেলায় এবারো আমার বই ভালো বিক্রি হচ্ছে বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভক্তদের কাছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বই মেলায় অনুরূপ আইচের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ