Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলি-কামেলগণ মানুষকে আখেরাতে মুক্তির পথ দেখান

আল্লামা আহছানুল্লাহর ১৪৯তম বার্ষিক ওরসের প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

অলি-কামেলগণ মানবজাতিকে দুনিয়ায় সফলতা অর্জন এবং আখিরাতের অনন্ত জীবনে মুক্তির পথ দেখিয়ে থাকেন। তেমনি একজন কীর্তিমান আধ্যাত্মিক সাধক ছিলেন হযরত আল্লামা শাহ আহছানুল্লাহ (রহ.)। শান্তি ও মুক্তির দিশা পেতে অলিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে।

হযরত আল্লামা শাহ আহছানুল্লাহর ১৪৯তম বার্ষিক ওরসের প্রস্তুতি সভায় গতকাল (রোববার) বক্তাগণ একথা বলেন। নগরীর বায়েজিদ শহীদনগরে মশুরিখোলা খানকায় আনজুমানে আহছানিয়া এবং বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজেসেবী মুহাম্মদ ফারুক। আলোচনা করেন দরবারে বেতাগীর পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।

আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম রেজাউল করিম বাবর, সৈয়দ মুহাম্মদ সরওয়ার, গাজী মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আলম শাহ, মুহাম্মদ নূরুল আবছার ছিদ্দিকী বাবুল, মুহাম্মদ শরিফুজ্জামান রুবেল প্রমুখ। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা আহছানুল্লাহর বার্ষিক ওরস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ