Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেখক সৈয়দা নাজমুন নাহারের ‘পদক্ষেপ সম্মাননা’ অর্জন

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২৪ জানুয়ারি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (জীবনানন্দ সভাগৃহ), কলকতায় অনুষ্ঠিত হলো সৌহার্দ্য (কলকাতা) কর্তৃক আয়োজিত সৌহার্দ্য কবিতা সন্ধ্যার এক ব্যতিক্রমী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বাংলা ভাষা সাহিত্য-সংস্কৃতিতে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ একজন প্রথিতযশা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কবি ও লেখক রুমানা চৌধুরীকে এবং বাংলা ভাষা সাহিত্যে অঙ্গনে বিশেষ অবদানের জন্য কবি ও লেখক সৈয়দা নাজমুন নাহারকে যৌথভাবে “পদক্ষেপ কবিতা আবৃতি সংগঠন” কর্তৃক “পদক্ষেপ সম্মাননা” ২০১৬ এ ভূষিত করা হয়। সম্মাননা প্রদান করেন মধুছন্দা তরফদার। কবি ও লেখক রুমানা চৌধুরীর স্বরচিত কবিতার অ্যালবাম, সিডি ও ডিভিডি কলকাতার পাঠক-শ্রোতামহলে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে কলকাতার সৌহার্দ্য প্রযোজিত ও পরিবেশিত “সততার পংক্তিমালা” “দি ফেয়ারী টেল অফ বেঙলস”, “অচিন পাখির খোঁজে” এবং কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের সাথে পূর্ব-পশ্চিমের কবিকণ্ঠে কবিতা আবৃতির সিডি ‘আবহমানের উড়ান’। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত দাস, কমল দে সিকদার এবং পঙ্কজ সাহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেখক সৈয়দা নাজমুন নাহারের ‘পদক্ষেপ সম্মাননা’ অর্জন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ