প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পিটার ফ্যারেলি পরিচালিত কমেডি বায়োড্রামা ‘গ্রিন বুক’। ‘ডাম অ্যান্ড ডামার’ (১৯৯৪), ‘দেয়ার’জ সামথিং অ্যাবাউট মেরি’ (১৯৯৮), ‘মি, মাইসেল্ফ অ্যান্ড আইরিন’ (২০০০), ‘শ্যালো হ্যাল’ (২০০১), ‘স্টাক অন ইউ’ (২০০৩), ‘ফিভার পিট’ (২০০৫), ‘হল পাস’ (২০১১), ‘দ্য থ্রি স্টুজেস’ (২০১২) এবং ‘ডাম অ্যান্ড ডামার টু’ (২০১৪) ফ্যারেলি পরিচালিত চলচ্চিত্র। ১৯৬২। টোনি লিপ (ভিগো মর্টেনসেন) একজন স্বল্পশিক্ষিত ইতালীয় বংশোদ্ভূত মার্কিন বাউন্সার। নাইটক্লাবে উটকো ঝামেলা পেশীশক্তি দিয়ে মেটানোই তার পেশা। নাইটক্লাব পুনঃসজ্জার জন্য বন্ধ রাখা হলে টুনি বেকার হয়ে পড়ে। কাজ পেয়ে যায় কিছুদিনে। এক বিশ্বখ্যাত কৃষ্ণাঙ্গ পিয়ানোবাদকের দেহরক্ষী ও ড্রাইভারের কাজ করতে হবে তাকে। একজন কৃষ্ণাঙ্গ’র গাড়ি চালাবার কাজে যে সে খুব সন্তুষ্ট তা বলা যায় না। কী আর করা। যুক্তরাষ্ট্রে তখনও বর্ণ বিদ্বেষ রয়ে গেছে কিছু হলেও। আর তাদের যেতে হবে দেশটির দক্ষিণাঞ্চলে। সেখানে কৃষ্ণাঙ্গদের যেতে হলে মানতে হয় ‘নিগ্রো মোটোরিস্ট গ্রিন বুক’-এর নির্দেশনা। দুজনের বেড়ে ওঠা ও সামাজিক অবস্থান একেবারে আলাদা তাই তাদের মানসিকতা আচরণও একেবারে পৃথক। কোনও ভাবেই তাদের মিল হবার কথা নয়। কিন্তু এর পরও তারা পথে যেতে যেতে নিজেদের বিবাদ থেকেই পরস্পরের কাছ থেকে শিখতে থাকে আর তারা একসময় বন্ধু হয়ে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।