গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ীতে ম্যানহোলে বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের এশিয়া চক্ষু হাসপাতালের সামনের রাস্তায় ম্যানহোলে এ বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন- জোহরা বেগম (৪০) ও তার মেয়ে নাফিজা আক্তার (১২) এবং পথচারী মিরাজ (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জোহরা সাংবাদিকদের জানান, তারা যাত্রবাড়ী এলাকায় থাকেন। তার মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী নাফিজাকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। হাসপাতালের সামনের রাস্তায় তারা দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ম্যানহোলটিতে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনই আশঙ্কামুক্ত। ম্যানহোলে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।