Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিটু আন্দোলনের অপব্যবহারও হচ্ছে -জয়া প্রদা

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

হিন্দি ফিল্ম জগতে #মিটু আন্দোলন ব্যাপক আলোড়ন, আলোচনা আর সমালোচনার ঝড় তুলেছে তার পরিপ্রেক্ষিতে যৌন হয়রানির শিকারদের প্রতি তার সহমর্মিতা জানিয়ে অভিনয় থেকে রাজনীতিতে আগত জয়া প্রদা জানিয়েছেন এই আন্দোলনের অপব্যবহারও হচ্ছে। কুইন্সলাইন লিটারেচার ফেস্টের উদ্বোধন অনুষ্ঠানে জয়া তার বলিউড ক্যারিয়ার থেকে শুরু করে বিতর্কিত রাজনৈতিক যাত্রা নিয়ে কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে তাকে মিটু আন্দোলন নিয়ে মন্তব্য করতে বললে তিনি বলেন : “হিন্দি চলচ্চিত্র জগতে মিটু আন্দোলনে শুধু হয়রানির শিকার হয়েছেন যারা তারাই জানেন তাদের কী পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। তাদের প্রতি আমার পুরো সমবেদনা আছে। একই সময় বলতে হয়, মিটু আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে অপব্যবহারও হচ্ছে। তাই আমি সবসময়ই বলে এসেছি সত্যতা যাচাইয়ের জন্য শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করতে হবে।” মাত্র ১৩ বছর বয়সে জয়ার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি পরে ‘শরাবি’, ‘তোহফা’ এবং আওলাদ’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন। তিনি জানান এমন কিছু অর্জন করেননি যে আত্মজীবনী লিখবেন। তিনি বলেন, “আত্মজীবনী লেখার সাহস নেই আমার কারণ আমি মনে করি এখনও আমি শিখছি আর এমন কিছু অর্জন করিনি যা লিখব। আমি কোনও স্মরণ করার মত সাফল্য দেখি না।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিন্দি ফিল্ম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ