Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:২৯ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার সকালে জেলা বিএনপি ও এর অংগ সংগঠন এক আলোচনা সভা করে। সকাল ১১টার দিকে শহরের মৌড়াইলস্থ জেলা বিএনপি’র সভাাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং জেলা বিএনপিসাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, এ.বি.এম. মোমিনুল হক, আলী আজম, মুনির হোসেন, নিয়ামূল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ মুছা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার, সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী প্রমুখ। বক্তারা মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তিসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ