Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনমজুরী করতে গিয়ে হাত পা ভেঙ্গে পঙ্গু হলো আশিক

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৫৫ পিএম

দিনমজুরী করতে গিয়ে হাত পা ভেঙ্গে বিনা চিকিৎসায় ধুঁকছেন আশিক হোসেন (২৪)। অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেমে গেছে তার। পৈত্রিক তিন শতক ভিটেবাড়ি ছিল। চিকিৎসার জন্য তাও বিক্রি করে দিয়েছেন। পঙ্গু আশিক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের ইমারত হোসেন শেখের ছেলে। মা আরজিনা বেগম জানান, গত ১৫ জানুয়ারি কাঠ ব্যবসায়ী ফরিদ মিয়া ও উম্মাদ আলীর দিনমজুর হিসেবে বালিয়াঘাট গ্রামে মেহগনি গাছ কাটতে যায় আশিক। গাছে উঠে ডাল কাটার সময় অসাবধান বশতঃ নিচে পড়ে যান। ডান হাত ও ডান পা ভাঙ্গার পাশাপাশি ভেঙ্গে যায় তার স্বপ্ন। আশিকের ফুপা যুগিপাড়া গ্রামের ফিরোজ হোসেন জানান, গরীব পরিবারের সন্তান আশিক ৪/৫ জনের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নিজের বা পিতার কোন জমিজাতি নেই মাঠে। তার রোজগারেই সংসার চলতো। কর্মঠ দিনমজুর আশিক পঙ্গু হয়ে যাওয়ায় তার সচল সংসারটি এখন অচল। এদিকে তার চিকিৎসারও কোন ব্যবস্থা নেই। ভিটে বাড়ি বিক্রি করে ইতিমধ্যে এক লাখ আশি হাজার টাকা ব্যায় করেছেন। এখন টাকার অভাবে ঢাকায় যেতে পারছেন না। তাই ব্যান্ডেজ নিয়ে নিজ বাড়িতেই দিন কাটাচ্ছেন আশিক। পঙ্গু আশিক জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত তিনি পড়ালেখা করেছেন। টাকার অভাবে আর পড়তে পারেন নি। পঙ্গু আশিকের চিকিৎসা সহায়তা করতে এই ০১৮৮৪৩৭৭৫৬৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া তার ফুপা ফিরোজের বিকাশ নাম্বার ০১৯৮৩-৯১৩২১৪

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাত পা ভেঙ্গে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ