প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। এর আগে ফান শো ও সেলিব্রেটি শো উপস্থাপনা করলেও ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনায় এবারই প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে এই লাক্স তারকার। শুরু হওয়া ১৬ জাতির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠান উপস্থাপন করছেন তিনি। মোট ৪৮ ম্যাচের এ টুর্নামেন্ট হবে দেশের আটটি ভেন্যুতে। গতকাল স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যা¤িপয়ন দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশ দলের সবগুলো ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচসহ মোট ১৮টি খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি) লিমিটেড। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। প্রতিটি ম্যাচের শুরুতে ও মধ্য বিরতিতে জিটিভি সরাসরি সম্প্রচার করবে ক্রিকেট বিষয়ক আলোচনা অনুষ্ঠান ক্রিকেট এক্সট্রা। এ অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব উপস্থাপনা করবেন টয়া। তার সঙ্গে থাকবেন দেশ সেরা সব সাবেক ক্রিকেটার। টয়া বলেন, এর আগে আমি উপস্থাপনা করলেও ক্রিকেট শো উপস্থাপনায় এবারই প্রথম। তাই নিজেকে তৈরি করেছি পুরো এক সপ্তাহ ক্রিকেট নিয়ে গবেষণা করে। ক্রিকেটের অনেক বিষয়ই আমার জানা ছিলো না। তাই নিজেকে তৈরি করার জন্যই এই গবেষণা। টয়া ছাড়াও অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে উপস্থাপনা করবেন— আমব্রিন, মারিয়া ও ঝুমুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।