পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগ ডাকসু নির্বাচনকে সিরিয়াসলি দেখছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিদ্ব›িদ্ব শক্তিগুলোর গতিবিধির ওপর নির্ভর করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ জোট করবে কী করবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রতিপক্ষ যদি জোট করতে চায়, তখন আমাদেরও একটা জোটের কথা ভাবতে হবে। তাদের সমীকরণ অনুযায়ী ছাত্রলীগের মেরুকরণ নিয়ে চিন্তাভাবনা করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চারজন নেতা ছাত্রলীগকে পরামর্শ দিচ্ছেন। অন্যান্য বিষয়েও খোঁজ খবর রাখছেন। আওয়ামী লীগ এই নির্বাচনকে সিরিয়াসলি দেখছে। জাতীয় রাজনীতিতে যেভাবে পোলারাইজেশন হয়, প্রভাবটা ছাত্র রাজনীতিতেও পড়ে মন্তব্য করে কাদের বলেন, যাদের সামর্থ্য নেই, তারা হয়তো এত বেশি সুবিধা নিতে পারে না। আর যাদের সামর্থ্য আছে, তারা নির্বাচনের জন্য পোলারাইজেশন করবে। আর চেষ্টা করবে এখান থেকে ফায়দা তোলা যায় কিনা?
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, উপজেলা চেয়ারম্যান পদে ২০৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪৮৫টি ফরম বিক্রি হয়েছে। এতে দলের আয় হয়েছে পাঁচ কোটি ৮৯ লাখ পাঁচ হাজার টাকা।
উল্লেখ্য, স্থানীয় সরকারের এ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের ম‚ল্য ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা করে নেয়। গত সোমবার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, শেষ হয় বৃহস্পতিবার। এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলা পরিষদে ভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।