পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ফরমায়েশি বিরোধী দল গঠন সংসদকে কার্যকর করবে না বরং সংসদ সদস্যদের স্বাধীন প্রাণবন্ত ভূমিকাই সংসদকে কার্যকর করবে।
গতকাল সকালে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের দুই দিন ব্যাপী জাতীয় কমিটির সভায় ইনু বলেন, ১৪ দলের বা মহাজোটের কোনো শরিক সংসদে সরকারের বিরুদ্ধে সংসদীয় অবস্থান বা রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে কি-না, সেটা সেই দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে ফরমায়েশি বিরোধী দল গঠন সংসদকে কার্যকর করবেনা বরং সংসদ সদস্যদের স্বাধীন প্রাণবন্ত ভূমিকাই সংসদকে কার্যকর করবে।
জাসদ সভাপতি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মিমাংসিত ফলাফল যারা অমিমাংসিত করতে চাইছে তারা ষড়যন্ত্র, চক্রান্ত, অশান্তি, অস্থিতিশীলতার রাজনীতির বীজ নতুন করে বপন করছে। নির্বাচনের ফলাফল জনগণের কাছে প্রত্যাশিত ছিল। জনগণ শান্তি-স্থিতিশীলতা-উন্নয়নের পক্ষে গণরায় দিয়েছে। দেশে-বিদেশে সকল মহল নির্বাচনের ফলাফল গ্রহণ করেছে।
তিনি বলেন, ১৪ দলের কোনো শরিক দলের ১৪ দল নিয়ে বিভ্রান্তি বা ভিন্ন বক্তব্য থাকলে সেই দলকেই তাদের অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে। জাসদ ১৪ দলকে ১৪ দলের ঘোষিত ২৩ দফার ভিত্তিতে এগিয়ে নিতে বধ্য পরিকর।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জামাত-বিএনপি দেশ বিরোধী রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপি বগলে জামাতকে রেখে কখনই গণতন্ত্রের ময়ূর হতে পারবে না, গণতন্ত্রের চ্যাম্পিয়ন হতে পারবে না, বরং জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার ভাগারের কাকই থাকবে।
ইনু বলেন, নির্বাচন ও রাজনীতির মাঠে পরাজিত জামাত-বিএনপি-ঐক্যফ্রন্ট তথা পাকিস্তানপন্থীরা কোনো ফাঁক ফোকর দিয়ে পুনরুত্থানের কোনো সুযোগ যেন না যায় তার জন্য সরকার, ১৪ দল ও সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সতর্ক-সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত-বিএনপি- পুনরুত্থান প্রতিরোধে ১৪ দলীয় জোটের ঐক্য ও অপরিহার্যতা বিদ্যমান রয়েছে। নির্বাচন পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের প্রতি জাসদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান ইনু।
জাতীয় কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, শহিদুল ইসলাম প্রমুখ। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।