Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের বাইরে রাজাকার আর ভিতরে দুর্নীতিবাজ খন্দকার মোশতাকের অনুসারীরা -হাসানুল হক ইনু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ৫:৪৩ পিএম | আপডেট : ৯:২৭ পিএম, ৮ অক্টোবর, ২০২১

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের নামে রাজাকারদের, জঙ্গীদের, খুনিদের হালাল করার রাজনীতি বাংলাদেশে করতে দেয়া হবে না, চলবে না। বাংলাদেশের সংবিধানকে উড়িয়ে দিতে চায়, জাতির পিতাকে মানে না, ত্রিশ লাখ শহীদ মানে না, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় না তারা বাংলাদেশের কেউ না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান। বাংলাদেশ ভালো লাগে না থাকার দরকার কি। তিনি এখনও পাকিস্তানের ট্রেনেই অবস্থান করছেন।
এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে দেশ আজ দুই শত্রুতে আক্রান্ত। ঘরের বাইরে রাজাকার আল বদর আর ভিতরে দুর্নীতিবাজ খন্দকার মোশতাকের অনুসারীরা। তারা উই পোকার মত সরকারের উন্নয়ণ খেয়ে ফেলছে।
তিনি আজ দুপুরে কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, আব্দুল্লাহিল কাইয়ুম, নইমুল আহসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক এমদাদসহ জেলা নেতৃবৃন্দ।
পরে গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ কে সভাপতি ও তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডাকে সাধারন সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৮ অক্টোবর, ২০২১, ১১:১১ পিএম says : 0
    হাসানুলহক ইনু নিজেই সেখ মুজিবুর রহমানের খুনে ইন্ধন কারি ,এখন সারতের জন্য আওয়ামী লীগের বন্ধু।
    Total Reply(0) Reply
  • Azad mullah ২৯ জুলাই, ২০২২, ৪:০১ পিএম says : 0
    হাসানুল হক ইনুর মত মানুষের কারণে আওয়ামীলীগের অনেক খতি হয়েছে ইনু মিনুরা যেমন দেশ ও জনগণের শথ্রু তেমনি ভাবে রাজনৈতিক দল গুলোরই দুশমন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ