Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদি দুর্নীতির রাজা : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মোদি বিরোধিতার ঝাঁঝ আরও তীব্র করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার তাকে ‘দুর্নীতির রাজা’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, টাকার ওপর ভর করে মোদি প্রধানমন্ত্রী হয়েছেন বলেও অভিযোগ মমতার। এদিন ময়নাগুড়িতে এক জনসভায় দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এর জবাবে সাংবাদিক সম্মেলনে নমোকে পাল্টা আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘উনি ভারত সম্পর্কে কিছু জানেন না। গোধরাকান্ডের পরে উনি এখানে এসেছিলেন। উনি রাফালের মূল কারিগর। উনি নোট বাতিলের হোতা। উনি দুর্নীতির শিরোমণি। ঔদ্ধত্যের প্রতীক উনি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা (বিরোধীরা) একসঙ্গে কাজ করছি বলে উনি (প্রধানমন্ত্রী) ভয় পেয়ে গেছেন। আমি কখনও কাউকে ভয় পাইনি। সবসময় আমি নিজের মতো করে লড়াই করেছি। মা-মাটি-মানুষকে সম্মান করেছি। অন্যদিকে, অর্থবলের কারণে মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। এটা দুর্ভাগ্যজনক।’
সিবিআই থেকে আরবিআই- সবাই মোদিকে বিদায় জানাতে ব্যাকুল বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ