Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলিয়ান ক্লাবের প্রশিক্ষণ গ্রাউন্ডে আগুন, নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ব্রাজিলে ফ্লামেঙ্গো ফুটবল ক্লাবের যুবদল প্রশিক্ষণ গ্রাউন্ডে ভয়াবহ আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। গতকাল শুক্রবার দেশটির রিও ডি জেনিরো শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করে।
জানা গেছে, স্থানীয় সময় ভোর ৫টায় হঠাৎ করে গ্রাউন্ডের ডরমেটরিতে আগুন লাগে। তখন ওই ডরমেটরিতে খেলোয়াড়রা ঘুমাচ্ছিল। পরে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে প্রশিক্ষণ কমপ্লেক্সের ওই ডরমেটরিতে ১৪ থেকে ১৭ বছরের খেলোয়াড়রা ছিল। তাছাড়া আগুনের সূত্রপাত্র এখনও বের করা সম্ভব হয়নি। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্লামেঙ্গো দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে একটি। এটি ব্রাজিলের শীর্ষ লিগে খেলছে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসাস জুনিয়র টুইট করে এ দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। তিনি এই ক্লাবে খেলেছেন। এছাড়াও রোনালদিনহো, বরার্টো বেবেতো এবং রোমারিওর মতো খেলোয়াড়রাও এসেছেন এই ক্লাব থেকে। ক্লাবের ভেতর খেলোয়াড়দের থাকার জায়গা, জিম, ট্রেনিং সেন্টার এবং ছোট স্টেডিয়ামও ছিল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ