Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদাদির বিরুদ্ধে পরিচালিত অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অভ্যন্তরীণভাবে পরিচালিত একটি অভ্যুত্থান প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন আইএস-এর প্রধান আবু বকর আল বাগদাদি। আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, গত মাসে সিরিয়ার পূর্বাঞ্চলে বাগদাদির আস্তানায় আইএস-এর বিদেশি যোদ্ধারাই তাকে উৎখাতের এ প্রচেষ্টা চালিয়েছিল। পরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে সে উৎখাত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরইমধ্যে ওই ঘটনার মূল হোতার মাথার দাম ঘোষণা করেছে আইএস। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘সময়মতোই তারা আভাষ পেয়ে গিয়েছিল। তাদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়। এটি কতিপয় বিদেশি যোদ্ধার কাজ, তারই আস্থাভাজনদের কয়েকজন এরা।’ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। এবার আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, সম্প্রতি বাগদাদির বিরুদ্ধে নিজ সংগঠনের অভ্যন্তর থেকেই অভ্যুত্থান প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে তা নস্যাৎ করে দেওয়া হয়। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ইউফ্রেটিস নদী উপত্যকায় হাজিন গ্রামের কাছে ১০ জানুয়ারি এ ঘটনা সংঘটিত হয়েছে। অভ্যুত্থান প্রচেষ্টার আভাষ পেয়ে বাগদাদির দেহরক্ষীরা তাকে পার্শ্ববর্তী পালিয়ে যেতে সহযোগিতা করে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ