Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দে মাতরম না গাওয়ায় মুসলিম শিক্ষককে মারধর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভারতে সাধারণতন্ত্র দিবসে জাতীয় সংগীত ‘বন্দেমাতরম’ গাইতে অস্বীকার করায় এক মুসলিম শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারাই ওই শিক্ষককে পিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে, বিহার রাজ্যের কাটিহার জেলার আবদুল্লাপুরের একটি স্কুলে। ঘটনার পর বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, ওই শিক্ষকের নাম আফজল হুসাইন। গত ২৬ জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবসে (রিপাবলিক ডে) জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের জাতীয় সংগীত বন্দেমাতরম গাইতে অস্বীকার করেন শিক্ষক আফজল। এর পরেই ক্ষেপে যায় স্থানীয়রা। তখনই তার ওপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয় কিছু লোকজন। স্থানীয়রা জোর করতে থাকে ওই শিক্ষককে বন্দেমাতরম গাইতে হবে। কিন্তু তিনি বন্দেমাতরম গাইতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করা হয়। এনডিটিভি।



 

Show all comments
  • jack ali ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:২৫ পিএম says : 0
    We must introduce that all the non-muslim must read our Holy Qur'an if not we will beat them up like Hindu's are doing in India;;;;
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ