মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার পশু অধিকার রক্ষায় নতুন আইন করছে ড্যানিশ সরকার। আগামী ২০২৫ সাল থেকে সেটি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি এ উদ্যোগকে সমর্থন জানিয়েছে ৭৬ শতাংশ দেশবাসী। ড্যানিশ খাদ্য ও কৃষিমন্ত্রী ড্যান ইয়ারগেন্সেন বলেছেন, শিগগিরই পশুদের সঙ্গে মিলন বন্ধ করতে বিশেষ আইন আনতে চলেছে ডেনমার্ক সরকার। আর এর কারণ হল ইউরোপের দেশ ডেনমার্কে দিন দিন পশুদের সঙ্গে যৌন মিলনের হার বেড়েই চলেছে। পর্যটকরাও জড়িয়ে পড়ছে। তাই এবার নরওয়ে, সুইডেন আর জার্মানির পথ অনুসরণ করতে চলেছে দেশটি। ড্যান ইয়ারগেন্সেন বলেন, ‘শিগগিরই আইন করে এটি বন্ধ করতে পারলে ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়া বদনাম ঘোচাতে সমর্থ হবে ডেনমার্ক।’ তিনি বলেন, ‘আমি ঠিক করেছি, এবার পশুদের সঙ্গে যৌন সঙ্গম রুখতে আইন চালু করতে হবে। নানা কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর মধ্যে অন্যতম পশুদের বিরুদ্ধে মানুষের এই আক্রমণ বন্ধ করার উদ্দেশ্য। পশুরা যেহেতু অভিযোগ জানাতে পারে না, সে কারণে তারাই বেনিফিট অফ ডাউট পাবে। আর এই জন্যই আইনটি চালু করা দরকার।’ ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।