Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এপ্রিলেই সেনা প্রত্যাহার শেষ করবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আগামী এপ্রিল মাসের মধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শেষ করবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা পত্রিকাটিকে এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ওয়াল স্ট্রিটকে জানান, কুর্দি গেরিলাদের রক্ষার বিষয়ে পরিকল্পনা প্রকাশ করা না হলেও সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তার সব সেনা প্রত্যাহার করে নেবে। মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বর মাসে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা জানান। সিরিয়ায় বর্তমানে ২,০০০ সেনা রয়েছে। তিনি সে সময় বলেছিলেন, সিরিয়ায় সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। ট্রাম্পের এ সিদ্ধান্ত নিয়ে দেশে এবং বহির্বিশ্বে নানামুখী আলোচনা শুরু হয়। মার্কিন রাজনীতিকরা এর বিরোধিতা করলেও ইরান, রাশিয়া ও তুরস্কসহ বিশ্বের বহু দেশ এ সিদ্ধান্তের প্রতি সমর্থন দেয়। এসব দেশ সিরিয়ায় মার্কিন সেনা মোতোয়েন রাখার ঘোর বিরোধী। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ