Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজার কোটি টাকায় আম্বানি মেয়ের বিয়ে, মার্চে ছেলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গেল বছরের শেষের দিকেই হয়েছে ভারতের শীর্ষ ধনী মুকেশ ধীরুভাই আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে। গণমাধ্যমে তখন বলা হয়েছিল ওই বিয়ে ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, গায়িকা বিয়ন্সেসহ অনেকে। ছিলেন বলিউডের মহাতারকারাও। ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে হিসেবে স্বীকৃতি পাওয়া ওই বিয়েতে ৪ হাজার ৩৭০ কোটি ডলারের মালিক মুকেশ আম্বানির অবশ্য সম্পদের সামান্যই খরচ হয়েছিল। খরচ হয়েছিল ১০ কোটি ডলার। এবার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানীর। পাত্রী শ্লোক মেহতা। বিখ্যাত হীরে ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোক ও আকাশ ছোটবেলার বন্ধু। ২০১৮ সালেই তাদের বাগদান (এনগেজমেন্ট) সম্পন্ন হয়েছিল। ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন তারা। পরদিন হবে মঙ্গল পর্বের অনুষ্ঠান। বিয়ের আগে রয়েছে আসল চমক। আকাশ ও শ্লোকের প্রি-ওয়েডিং অনুষ্ঠান হবে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের সেন্ট মোরিৎজে হবে এই অনুষ্ঠান। ফেব্রুয়ারির ২৩ থেকে ২৫ তারিখে উপস্থিত থাকবেন ৫০০ অতিথি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ