Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ে বোরকা পরায় এ আর রহমানকে কটাক্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মেয়ে বোরকা পরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলড হয়েছেন ভারতীয় সুরসম্রাট এআর রহমান। সম্প্রতি ভারতীয় ব্যবসাসফল ছবি স্লমডগ মিলিয়নেয়ারের ১০ বছরপূর্তি উপলক্ষে মুম্বাইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে ছবিটির গানগুলোর সুরকার এআর রহমানকে মঞ্চে ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন তার কন্যা খাদিজাও। এ সময় বাবার সম্পর্কে বলতে বোরকা পরে মঞ্চে ওঠেন খাদিজা। তার চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না তখন। এর পর খাদিজার এমন হিজাব ধারণ বিষয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয়। নানারকম সমালোচনা আর আপত্তিকর কথায় মেতে ওঠে কেউ কেউ। মেয়েকে রক্ষণশীল জীবনযাপনে বাধ্য করেছেন বলে এআর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় সেসব মন্তব্যে। অনেকেই প্রশ্ন করেন- বাবা গান নিয়ে সারাবিশ্ব ঘুরে বেড়ান, অথচ মেয়ের এমন বেশভূষা কেন? সেই সময় বোরকায় স্বাচ্ছন্দ্যবোধ করেন খাদিজা এবং তিনি নিজের ইচ্ছাতেই ওই পোশাক পরছেন বলে জানানো হয় তার ফেসবুক পোস্ট থেকে। তবে তাতে দমেননি সমালোচকরা। অবশেষে সেসব কটাক্ষ ও সমালোচনাকারীকে জবাব দিলেন অস্কারজয়ী এ সুরকার। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে এআর রহমান লেখেন- ‘নীতা আম্বানীজির সঙ্গে আমার পরিবারের তিন অমূল্য রত্ম। ছবিতে দেখা গেছে, ভারতের শিল্পপতি মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানীর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে এআর রহমানের স্ত্রী সায়রা বানু এবং দুই কন্যা খাদিজা ও রহিমাকে। ছবিতে তার স্ত্রীকে মাথায় ওড়না ও খাদিজাকে মঞ্চে ওঠা সেই একই হিজাবে দেখা গেলেও বড় মেয়ে রহিমাকে এমন পর্দা করতে দেখা যায়নি। এই টুইট ও ছবিটি দিয়েই যে ঠান্ডা মাথায় সমালোচনাকারীদের জবাব এ সুরকার জানিয়ে দিলেন তা ইতিমধ্যে বুঝে গেছেন সবাই। তার এমন জবাবের প্রশংসা এসেছে খোদ কটাক্ষকারীদের থেকে। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ