Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিও নিয়ে এক ধরনের এলার্জি আছে : ন্যান্সি

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভালোবাসা দিবসে প্রকাশিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির নতুন একক অ্যালবাম। পাশাপাশি কণ্ঠ দিচ্ছেন বিভিন্ন মিক্সড অ্যালবামে। বর্তমানের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন এই জনপ্রিয় শিল্পী। ব্যস্ততা প্রসঙ্গে ন্যান্সি বলেন, সামনে ভালোবাসা দিবস, তাই রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় কাটছে। ইতিমধ্যে ৫টি গানের রেকর্ডিং স¤পন্ন হয়েছে। বাকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভালোবাসা দিবসেই অ্যালবামটি প্রকাশ পাওয়ার সম্ভবনা আছে। এছাড়া শীতের মৌসুম হওয়ায় স্টেজ শো নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে। এদিকে গত বছরের শেষের দিকে তার গাওয়া ‘আমি ছুঁয়ে দিলেই’ গানটি ইউটিউবে বেশ ভালো সাড়া জাগিয়েছে। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, গানটির বেশ ভালো সাড়া আমিও পাচ্ছি। এই গানটি ছাড়াও গত বছর আমার গাওয়া বেশ কয়েকটি গানের জন্যই ভালো সাড়া পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হাবিব ভাইয়ের সঙ্গে গাওয়া ‘ভালো করে ভালোবাসা হল না’ এবং মিলনের সঙ্গে গাওয়া ‘ডানাকাটা পরী’। মিউজিক ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, মিউজিক ভিডিও নিয়ে আমার এক ধরনের এলার্জি আছে। মানুষ কিন্তু আমার কণ্ঠ শুনেই আমার ভক্ত হয়েছে। আমি চাই নিজের কণ্ঠের মাধ্যমেই মানুষের মনে আজীবন থাকতে। মিউজিক ভিডিওর মাধ্যমে নয়। সম্প্রতি ন্যানসি ময়মনসিংহে নিজের বাড়ি করেছেন। ন্যান্সি বলেন, ময়মনসিংহে একটি ডুপ্লেক্স বাড়ি বানিয়েছি। এখনও কাজ পুরোপুরিভাবে শেষ হয়নি। রঙ করার কাজ বাকি। তবে আমরা পরিবারের সবাই এখন এই বাড়িতেই থাকছি। নিজের বাড়িতে থাকার অনুভূতিই অন্যরকম। এখানে থেকেই ঢাকায় যাতায়াত করে গান করি। এতে তেমন অসুবিধা হয় না। অভ্যাস হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক ভিডিও নিয়ে এক ধরনের এলার্জি আছে : ন্যান্সি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ