Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছে লেবার পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সরকার বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে কারান্তরীণ করে রেখেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির নেতারা। তারা বলেছেন, মিথ্যা ও হয়রানীমূলক মামলায় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রতিহিংসার রায় দিয়ে দীর্ঘ এক বছর বেগম জিয়াকে কারান্তরীণ করে রেখেছে। একদলীয় দুঃশাসন, দুর্নীতি ও দুবৃত্তায়ন দীর্ঘায়িত করতে বিরোধীদল নির্মূল অভিযান চালাচ্ছে শেখ হাসিনার সরকার। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে দলটির নেতারা একথা বলেন। তারা খালেদা জিয়াকে মিথ্যা ও হয়রানী মূলক মামলায় প্রহসনের রায়ে দীর্ঘ এক বছর কারান্তরীন রাখায় তীব্র নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন। লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা উত্তর মহানগর সভাপতি এস এম ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন ও সদস্য সচিব এস এম সালাউদ্দিন একযুক্ত বিবৃতিতে আরও বলেন, অবৈধ সরকারের অবৈধ আদালতের অবৈধ রায় দেশে আপাময় জনসাধারন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ে সাজা দেয়া হয়েছে।
কেননা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ৩০ ডিসেম্বর নজিরবিহীনভাবে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ২০ দলীয় জোটকে আরো শক্তিশালী করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। ####

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ