Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত ৯

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বানারীপাড়ায় সলিয়াবাকপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। উপজেলার সলিয়াবাকপুর গ্রামে সুলতান মোল্লা ও কুদ্দুস মোল্লার মধ্যে দীর্ঘদিন জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই গ্রামের কুদ্দুস মোল্লা জাল-জালিয়াতি করে সুলতান মোল্লাদের সম্পত্তি নিজের নামে ডিক্রি করে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সুলতান মোল্লা মামলা করে ওই ডিক্রির রায় স্থগিত করেন। এ নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দুই পক্ষ বাড়ির উঠানে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সুলতান মোল্লা, তার ছেলে সাদ্দাম, শাকিল, মেয়ে পারভিন, বোন মানছুরা, স্ত্রী শাহানারা, ভাইয়ের ছেলে নাসির মোল্লা ও অপর পক্ষের শাখওয়াত মোল্লা এবং শহিদ মোল্লা আহত হন। এ ব্যপারে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত ৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ