বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজজ্জামান লিটন বলেছেন, নগরীর যানজট সমস্যা নিরসনে ব্যাটারি চালিত অটোকে দুই প্রকারের রঙ করে দুই শিফটে ভাগ করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। গতকাল তিনি সড়ক পরিবহন গ্রুপের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় একথা বলেন।
মেয়র বলেন, শিরোইল বাস টার্মিনালকে সেখান থেকে সরিয়ে নওদাপাড়ায় নিয়ে যেতে চাই। সেজন্য পরিবহনের সাথে জড়িতদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। শতাধিক শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যা নির্বাচনী ওয়াদা। শতাধিক গার্মেন্টস-শিল্প কারখানা প্রতিষ্ঠা হলে দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। মেয়র সেসব দাবি পূরণের আশ্বাস দেন। এছাড়া গত সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার অক্লান্ত পরিশ্রম করায় পরিবহন গ্রুপের সবাইকে ধন্যবাদ জানান মেয়র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।