Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানী ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড়ে ঈমাম হরণকারী কাদিয়ানী ইজতেমা বন্ধের দাবিতে আজ বাদ জুমা বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিষদ বাংলাদেশের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাজধানীর ফরিদাবাদে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি ইমাদুদ্দীন। সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশ মিছিল সফল করতে নবীপ্রেমীক তৌহিদী জনতাকে উপস্থিত থাকার আহবান জাননো হয়েছে।
সভায় ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের আমির মুফতি মুয়াইব ইব্রাহীম, মহাসচিব মুহাম্মদ নাজমুল হক, আমরা ঢাকাবাসীর সভাপতি হাজী শামছুল হক, খতমে নবুওয়াত আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুল আলীম নেজামী, মধুপুর পীর সাহেবের সাহেবজাদা মাওলানা ওবায়দুল্লাহ, ঢালকানগর মাদরাসার প্রধান মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, জামালুল কোরআন মাদরাসার মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান, মক্কীনগর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, মাদরাসায়ে নূরে মদীনার প্রিন্সিপাল মাওলানা আরিফুল ইসলাম, রায়সাবাজার জামে মসজিদের খাতিব মাওলানা আজিজুল হক শেখ সাদি প্রমুখ ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদিয়ানী ইজতেমা বন্ধের দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ