Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় ১০ মামলার আসামি গ্রেফতার

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

নাটোরের সিংড়ায় ককটেলসহ ৪নম্বর কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার প্রধান আসামী আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত করিম উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের পরশ উল্লাহর ছেলে। গত বুধবার রাতে মাদক বিরোধী অভিযানে উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে তার কাছ থেকে চারটি ককটেলসহ পাঁচ পোটলা হেরোইন উদ্ধার করা করে পুলিশ।
উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলার পারসাঐল এলাকায় ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনুকে গুলি করে ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
সিংড়া থানার ওসি (তদন্ত) নিয়ামুল আলম বলেন, আসামি আব্দুল করিম সাবেক ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার প্রধান আসামী। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামি গ্রেফতার

২৭ জানুয়ারি, ২০২২
১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ