রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, প্রশিক্ষণ মেধা ও যোগ্যতাকে আরও শাণিত করে। যিনি যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন, তিনি তত বেশি দক্ষ হয়ে গড়ে উঠবেন।
তিনি গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজিত তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, অন্যান্য পেশার চেয়ে এ পেশা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। সংবাদ লিখার সময় বানান ও বাক্য গঠনে সচেতন থাকতে হবে যেন কোনো ভুল কাউকে আহত না করে। আপনাদের কলম অত্যন্ত শক্তিশালী। তা অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। অপরাধী যেই হোক না কেন যা সত্য তা সঠিকভাবে তুলে ধরতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রেস ক্লাবের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
পিআইবি’র সহকারি প্রশিক্ষক তানিয়া পারভীনের সঞ্চালনায় ঢাকা বিশ^বিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এবং নিউইয়র্কস টাইমস-এর স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক প্রশিক্ষণ দান করেন।
তিন দিনের এ প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য; অনুসন্ধানী রিপোর্টিং এর সমন্ধে বিস্তারিত আলোচন ও হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
সমাপণী অনষ্ঠোনের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রশিক্ষণ গ্রহণকারী সকল সাংবাদিককের হাতে পিআইবি-এর প্রশিক্ষণ সনদ তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।