প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের চলচ্চিত্র তারকাদের প্রায় সবারই গাড়ি রয়েছে। কেউ কেউ একাধিক গাড়ি ব্যবহার করেন। অনেকে শখের বশে গাড়ি কিনেন। তাদের গাড়ির দাম কত এবং কোন মডেলের গাড়ি ব্যবহার করেন, এ নিয়ে দর্শকদের আগ্রহ থাকার কথা। তাদের এই আগ্রহের কথা নিয়ে কোন তারকা কেমন গাড়ি ব্যবহার করেন তা এখানে তুলে ধরা হলো। এ সময়ের শীর্ষ নায়ক শাকিব খানের রয়েছে দুটি গাড়ি। স্কোডা মডেলের দুটি গাড়ির দুই রং। একটি কালো ও একটি সাদা। শূটিং স্পটে যাওয়ার জন্য সাদা গাড়িটিই বেশি ব্যবহার করেন তিনি। এই গাড়িটি বেশ কয়েকবছর ধরে ব্যবহার করছেন। কালো গাড়িটা কিনেছেন গত বছর ঈদের আগে। তার প্রতিটি গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাক। এসব গাড়ি ব্যবহারের আগে শাকিব ব্যবহার করেছেন টয়োটা প্রিমিও এবং ক্রাউন মডেলের গাড়ি। অপু বিশ্বাস প্রথম ব্যবহার করেন টয়োটা এক্স করোলা মডেলের গাড়ি। এরপর সেটি বদলে লাল রঙের টয়োটা প্রিমিও কিনেছিলেন ২০০৭ সালে। ১০ বছরের পুরনো গাড়িটি গত বছর বদলে ফেলেছেন। কিনেছেন টয়োটার ২০১৭ মডেলের গাড়ি। গাড়িটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা। চিত্রনায়িকা মাহিয়া মাহি তার প্রথম কেনা মিতসুবিশি ল্যান্সার গাড়িটি রেখে দিয়েছেন। গাড়িটির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই গাড়ির পাশাপাশি গত বছর কিনেছেন মিতসুবিশি আউটল্যান্ডার রোডেস্ট গাড়ি। এই গাড়িটির বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এটি তার স্বামী অপু গিফট করেছেন। চিত্রনায়িকা পরীমণি যাতায়াতের জন্য ব্যবহার করেন প্রিমিও ১৫ মডেলের একটি গাড়ি। গাড়িটির বর্তমান বাজার মূল্য ৩২ লাখ টাকা। তবে শখের বশে তিনি আরে একটি গাড়ি কিনেছেন। গাড়িটি কিনেছেন নীল রঙের এন্টিক, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চার। তিনি জানান, এই গাড়িতে আমি চড়বো না, শোপিস হিসেবে রেখে দেব। তবে সচল রাখার জন্য মাঝেমধ্যে চালু করি। বিদ্যা সিনহা মিম গত জন্মদিনে বাবা-মার কাছ থেকে একটি পার্ল- হোয়াইট রঙের হ্যারিয়ার গাড়ি উপহার পেয়েছেন। গাড়িটির বাজার মূল্য ৬৫ লাখ টাকা। বর্তমানে এই গাড়িতেই চড়েন তিনি। মিম জানান, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হওয়ায় পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি নতুন গাড়ি। চিত্রনায়ক সাইমনের গাড়ি বদলানোর খুব একটা অভ্যাস নেই। প্রথম সিনেমার পরে এক্স করোলা গাড়িটি কিনেছিলেন। সাদা রঙের সেই গাড়িটি সাত বছর ব্যবহারের পর কিনেছেন টয়োটা প্রিমিও মডেলের গাড়ি। দাম পড়েছে সাড়ে ২৭ লাখ টাকা। এখন এ গাড়িটিতেই চড়েন তিনি। আরেফিন শুভর রয়েছে তিনটি গাড়ি। তার সংগ্রহে ১৯৬৪ মডেলের একটি টয়োটা গাড়ি আছে। এক্স করোলাটাই সবচেয়ে প্রিয় তার। তবে হুন্দাই ক¤পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হওয়ার পর কোম্পানি থেকে পেয়েছেন একটি জিপ গাড়ি। এই জিপ গাড়িটির বাজার মূল্য ৪২ লাখ টাকা। এখন এটিই শুভর সবচেয়ে প্রিয় গাড়ি। জায়েদ খানের গাড়ি পরিবর্তন করা শখ। তারকাদের মধ্যে সবচেয়ে বেশি গাড়ি পরিবর্তনের রেকর্ড রয়েছে তার। প্রথমে এক্স করোলা বদলে কেনেন প্রিমিও। পরে সেটি বদলে কেনেন কালো রঙের লেক্সাস ২০০৯ মডেলের গাড়ি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।