Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাগনভুঁইয়ার স্কুল শিক্ষকের লাশ কুমিল্লায়

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

দুপুরে স্কুল শিক্ষক আহমদ উল্লাহ নিখোঁজের ডায়েরি করে ছিলেন স্ত্রী হোসনে আরা বেগম। রাতে খবর পেলেন স্বামীর লাশ কুমিল্লায়। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি সকালে স্কুলের উদ্দেশ্যে সোনাগাজীর চর মজলিশ পুর ইউনিনের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে বের হন আহমদ উল্লাহ। বিকালে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার সন্ধান মিলেনি। একপর্যায়ে ৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে সোনাগাজী মডেল থানায় সাধারন ডায়েরি করেন তার স্ত্রী। রাত ৯ ঘটিকার সময় কুমিল্লার বুড়িচং থানায় লাশের সন্ধানের খবর আসে। নিহত আহমদ উল্লাহ ২ ছেলে ও ১ মেয়ের জনক।

সেনবাগে গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ এক অভিযান চালিয়ে আধা কেজী গাঁজাসহ মাদক ব্যবসায়ী সামছুল আলম প্রকাশ সুমন (২৭)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ডের ফজল মুন্সি বাড়ির নুরজ্জামান চৌধুরী ছেলে। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সুমনকে তার নিজ বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ ৫শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে নেয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল শিক্ষকের লাশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ