Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে জোড়া খুনে আটক ২

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

কাপ্তাই উপজেলার রাইখালী কারিগরপাড়া এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২ জন আ.লীগের কর্মীকে হত্যার অভিযোগে যৌথবাহিনী কর্তৃক দু’জনকে আটক করা হয়।

জানা যায়, গত সোমবার বিকালে কারিগরপাড়া এলাকায় চা দোকানে বসে মংসুইনু মারমা ও জাহিদ হোসেন চা-নাস্তা খাওয়ার সময় একদল সন্ত্রাসী মটরসাইলেযোগে এসে এলোপাতাড়ি দু.জন আ.লীগ কর্মীকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী খোংসাথুই মারমা প্রকাশ মোস্তফা (৫২) ও তপন তালুকদার (৩২)কে আটক করে চন্দ্রঘোনা থানার নিকট সোর্পদ করে। গতকাল বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, হত্যা সাথে জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী ২ জনকে আটক করে আমাদের নিকট সোর্পদ করে। অফিসার ইনচার্জ আরো বলেন, হত্যার ঘটনায় নিহত মংসুইনু শশুর আপ্রু মারমা বাদি হয়ে ২১ জন, অজ্ঞত ১০/১২জনের বিরুদ্ধে মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোড়া খুনে আটক

৮ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ