Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড়ে বিদ্যুতের খুঁটি লন্ডভন্ড বিদ্যুৎবিহীন দুর্বিষহ জীবনযাপন

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা
যশোরের কেশবপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর পড়লে একটি টাওয়ারসহ ১০টি খুঁটি ল-ভ- হয়ে গেছে। ফলে তীব্র দাবদাহে কেশবপুরবাসীকে ৪ দিন বিদ্যুৎবিহীন দুর্বিষহ জীবনযাপন করছে। পরের দিন সাময়িক এ পরিস্থিতি ধর্যের সাথে মোকাবেলা করতে কেশবপুর জোনাল অফিসের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। জানা গেছে, কেশবপুর উপজেলার ৪২ হাজার গ্রাহকের মাঝে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য গত ৩ মাস আগে জায়কার অর্থায়নে ৩৩ কেভির বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়। গত সোমবার রাতে হঠাৎ সৃষ্টি হওয়া কালবৈশাখী ঝড়ে পৌর এলাকার মধ্যকুল গ্রামের আব্দুস সামাদের একটি বৃহৎ শিশুগাছ ভেঙে ৩৩ কেভির বৈদ্যুতিক লাইনের ওপর পড়লে একটি টাওয়ারসহ ১০টি খুঁটি ল-ভ- হয়ে তার ছিঁড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ সময় বিদ্যুতের বিকট শব্দে আশপাশের জনগণ আতঙ্কিত হয়ে দিগবিদিগ ছুটতে থাকে। সেই থেকে কেশবপুর উপজেলাবাসী তীব্র দাবদাহে বিদ্যুৎবিহীন দুর্বিষহ জীবনযাপন করতে থাকে। পরের দিন থেকে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত লাইনটি সংস্কারে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। এদিকে, গত ৪ দিন বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য, অফিস-আদালতের কাজ, মিল কলকারখানা, ছেলেমেয়েদের লেখাপড়াসহ সকল কর্মকা- স্থবির হয়ে পড়ে। এ ব্যাপারে কেশবপুর জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমান বলেন, ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে খুটি ল-ভ- হয়ে যাওয়ায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বিদ্যুৎ অফিসের লোকজন ও ঠিকাদারদের মাধ্যমে দিন-রাত শ্রম দিয়ে কাজটি সম্পন্ন করতে প্রায় ৪ দিন সময় লেগেছে। গ্রাহকদের সেবায় কেশবপুর জোনাল অফিস কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝড়ে বিদ্যুতের খুঁটি লন্ডভন্ড বিদ্যুৎবিহীন দুর্বিষহ জীবনযাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ