মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিগত কয়েক বছর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার পুনঃপ্রতিশ্রুতিও দেন তিনি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মোদির সরকারি বাসভবনে দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি।
অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় তুলে ধরেন। এ সময় ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানান মোদি। সেইসঙ্গে প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ায় তাকে ধন্যবাদ জানান ভারতীয় প্রধানমন্ত্রী।
এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার রাতে নয়াদিল্লি যান ড. মোমেন। আগামীকাল শুক্রবার পঞ্চম ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শ কমিটির মিটিংয়ে অংশ নেবেন তিনি। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।