রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মেম্বার পদে গ্রাম থেকে একক প্রার্থী বাছাইয়ে ভোটের আগে ভোট দিয়েছেন গ্রামবাসী। ভোটের আগে ভোটাভুটি হয়েছে এ উপজেলার উয়ার্শী ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নতুন কহেলা গ্রামে। গত শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা এ ভোট অনুষ্ঠিত হয়। গ্রামবাসী জানান, উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা, নবগ্রাম ও নাগরপাড়া গ্রাম নিয়ে ১নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ড থেকে ৬ জন মেম্বার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার নির্বাচন অফিস থেকে তাদের সকলের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে। এর মধ্যে নতুন কহেলা গ্রামের আলী আজম খান খোকা ও মাসুদুল হক খান বাবর রয়েছেন। এমতাবস্থায় নতুন কহেলা গ্রামবাসী তাদের গ্রাম থেকে একজন প্রার্থী করার জন্য জোর চেষ্টা চালান। কিন্তু তা ব্যর্থ হওয়ায় গত শুক্রবার উভয় প্রার্থীর সম্মতিতে রীতিমত ব্যালট পেপার ছাপিয়ে ভোটাভুটির আয়োজন করা হয়। এতে নতুন কহেলা গ্রামের ৩২৮ জন পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নতুন কহেলা সবুজ সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খান। ভোটাভুটিতে আলী আজম খান খোকা ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী রফিকুল ইসলাম খান নতুন কহেলা গ্রাম থেকে একক মেম্বার প্রার্থী থাকবেন বলে সবুজ সংঘের সাধারণ সম্পাদক মো. সেলিম খান জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৮ মে পঞ্চম ধাপে এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে উয়ার্শী ইউনিয়নসহ ৮টিতে ভোট অনুষ্ঠিত হবে। সময় শেষ না হওয়ায় অন্য ৬টি এখনই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।